হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে মুখ বেঁধে গণধর্ষণের ঘটনায় পলাতক প্রধান আসামি সিরাজ মোড়লকে (৫০) সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্রগোপরেখী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সিরাজ শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রমজান মোড়লের ছেলে এবং পেশায় কসাই।
ভুক্তভোগীর স্বামী জানান, তিনি পেশায় ভ্যানচালক এবং জীবিকার তাগিদে খুলনায় থাকেন। তার অনুপস্থিতিতে ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজ তার স্ত্রীকে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরদিন স্ত্রী তাকে বিস্তারিত জানালে তিনি প্রথমে স্থানীয় মাতব্বরদের দ্বারস্থ হন। কিন্তু তারা বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা করে এবং আইনি পদক্ষেপ নিতে নিষেধ করে। এতে দেরি হওয়ার পাশাপাশি ঘটনার আলামত নষ্ট হওয়ার অভিযোগও উঠেছে।
অবশেষে ৪ জুলাই শার্শা থানায় তিনি ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় বেলকুচিতে অভিযান চালিয়ে সিরাজ মোড়লকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ গণধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.