নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইল প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট এস এম আব্দুল হক (দি নিউজ টুডে) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি)। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
২১ সদস্যের এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: অ্যাডভোকেট আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস)।
কোষাধ্যক্ষ: মোস্তফা কামাল (আরটিভি)।
যুগ্ম সম্পাদক: আল আমিন (যায়যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মোঃ ইমরান হোসেন (এখন টিভি)।
সাংগঠনিক সম্পাদক: জহির ঠাকুর (এটিএন বাংলা)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মুন্সী আসাদুর রহমান (ইনডিপেন্ডেন্ট টিভি)।
আইন সম্পাদক: অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব (আইনবার্তা)।
দপ্তর সম্পাদক: মোঃ নুরুন্নবী (দৈনিক ঢাকা, দৈনিক ভোরের বাণী)।
নির্বাহী সদস্যরা হলেন: অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (বাংলা ভিশন), অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান), হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কণ্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি), খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)।
নর্বনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, "সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য সকল সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। নড়াইল প্রেসক্লাব আগামী দিনে জেলার উন্নয়ন, সাংবাদিকতার নীতিমালা ও মুক্ত চিন্তার ক্ষেত্রে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।"
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদস্যরা। প্রেসক্লাব চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.