দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং টানা চারদিনের ভারি বর্ষণে পটুয়াখালীর দুমকির বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
পায়রা নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া, মুরাদিয়া ও লেবুখালী ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাহেরচর, কদমতলা, কলাগাছিয়া, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশা এলাকা সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়।
উপজেলার কেন্দ্রস্থল উপজেলা কমপ্লেক্স এলাকায় পানি ঢুকে স্টাফ কোয়ার্টার, ডাকবাংলো, খেলার মাঠ এবং মূল সড়ক তলিয়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতায় শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠদান ব্যাহত হচ্ছে।
পায়রা, পাতাবুনিয়া ও মুরাদিয়া নদীর তীরবর্তী ওয়াপদা ভেড়িবাঁধের বাইরের অংশে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে। প্রায় ৫-৬ ফুট পানির নিচে ডুবে আছে এসব এলাকার শত শত পরিবার। অনেকে গবাদি পশু ও ঘরের জিনিসপত্র রক্ষায় হিমশিম খাচ্ছে।
ফসলি জমি, মাছের ঘের, পুকুর-ডোবা পানির নিচে চলে যাওয়ায় কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, টানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি সহায়তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কারণে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
জনগণের দাবি, দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে পানিবন্দি মানুষকে সহায়তা দেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.