রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় কাজ, ন্যায্য মজুরি ও ট্টেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ৫৫ বছরে এদেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি প্রনয়ন, ট্টেড ইউনিয়ন অধিকার প্রনীত হয়নি। অথচ স্বাধীনতা পরবর্তী শ্রমিকরা এদেশের প্রতিটি আন্দোলনে সামনের সারি থেকে লড়েছে এবং অকাতরে জীবন দিয়েছে তার মূল্য কোন সরকারও দেয়নি, এমনকি জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা নিয়ে অকাতরে জীবন দিল তাদের সেই আকাঙ্খা আজও পূরণ হয়নি। অথচ বিভিন্ন কলকারখানায় শ্রমিক নির্যাতন, ছাটাই এমনকি মেরে ফেলার মত ঘটনা ঘটেছে।
বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে পুঁজিবাদী সমাজ ভাংগার লড়াইকে তীব্র করার আহবান জানান। এছাড়া অটোরিকশা, ইজিবাইক, ভ্যান শ্রমিকদের যোক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।
শেষে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.