শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “বজ্রপাত থেকে প্রাণহানি রোধে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও সহায়ক।” তিনি জানান, উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ২০টি করে মোট ১৪০টি তাল গাছের চারা ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।