Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠানে তাল গাছের চারা বিতরণ

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
জুলাই ৮, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ চারা বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।

 

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “বজ্রপাত থেকে প্রাণহানি রোধে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও সহায়ক।” তিনি জানান, উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ২০টি করে মোট ১৪০টি তাল গাছের চারা ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।