মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা যেন এক বিশাল জনসভায় পরিণত হয়। ঝিরঝিরে জুমবৃষ্টির মাঝেও নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করার অংশ হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুবিচার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে প্রমাণ করা হবে, ধামরাই বিএনপির ঘাঁটি।”
সভায় ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরাও বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশের মানুষের ভরসা এখন তারেক রহমানের নেতৃত্বে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন প্রাণবন্ত ও আবেগঘন রাজনৈতিক অনুষ্ঠান অনেকদিন পর দেখলেন তারা। জুমবৃষ্টিতেও মানুষের উপস্থিতি প্রমাণ করে বিএনপির প্রতি সাধারণ জনগণের আস্থা ও সমর্থন রয়েছে।
মতবিনিময় সভার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় উজ্জীবিত হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.