আজহারুল ইসলাম,ধোবাউড়া (ময়মনসিংহ)
“সাংবাদিকতা হোক মানুষের কল্যাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক দক্ষতা উন্নয়নমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ দিন) ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আনিছুর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধোবাউড়া থানার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক।
প্রশিক্ষক হিসেবে ওরিয়েন্টেশন পরিচালনা করেন এখন টিভির বিশেষ প্রতিবেদক ও ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ হারুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মতিলাল সরকার, ফজলুল হক, শাহীনুজ্জামান প্রিন্স, শামসুল হক মৃধা, কামরুল ইসলাম আমির, মঞ্জুরুল হক ফকির, আতাউর রহমান খোকনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
ওরিয়েন্টেশন শেষে ধোবাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও নিশাত শারমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।