দাউদ রানা-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম কামরুজ্জামান (কামরুল)।
মঙ্গলবার বিআরডিবির অধীন চৌহালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে ছাতা প্রতীকে সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন কামরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ৬ ভোট।
এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে শান্তিপূর্ণভাবে ২৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রদান করেন। মোট ভোটার ছিলেন ২৫ জন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান বেসরকারি ফলাফলে এস এম কামরুজ্জান কামরুলকে বিজয়ী ঘোষনা করেন
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.