মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে গভীর রাতে চুরি হওয়া গরু নিজ বাড়িতে জবাই করে ফ্রিজে রেখে দেয় চোর। স্থানীয়দের তৎপরতায় ওই গরুর মাংস, মাথা ও ভুরি উদ্ধারসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে।
আনুমানিক রাত ৪টার দিকে পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বেগমপুর গ্রাম থেকে পাশের গ্রাম জোয়াল কামরার দুই ভাই গরুটি চুরি করে নিজ বাড়িতে জবাই করে। পরে গরুর মালিক মো. ইদ্রিস আলীর ছেলে জিয়ারুল ইসলাম ও স্থানীয়দের অনুসন্ধানে চোরের বাড়িতে জবাইয়ের চিহ্ন ও গরুর চামড়া দেখে গরুটিকে শনাক্ত করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে বিরামপুর থানার এসআই এরশাদ ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে ৪টায় চোরের বাড়ি থেকে ফ্রিজে রাখা মাংস, খাটের নিচে লুকানো গরুর ভুরি এবং পাশের ঘর থেকে মাথাসহ অন্যান্য অংশ উদ্ধার করা হয়। অভিযুক্তের স্ত্রী নিজেই ফ্রিজ খুলে মাংস বের করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভুক্তভোগী পৌরশহরের বেগমপুর গ্রামের মৃত দারাজ উদ্দিন এর ছেলে ইদ্রিস আলী (৭৫) জানান—চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং ওজন ছিল প্রায় দুই মন। উদ্ধার হওয়া মাংস গরুর মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিরামপুর থানার উপপরিদর্শক মো.এরশাদ আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জোয়াল কামরা গ্রামের বাসিন্দা আজহার আলীর দুই ছেলে মেহেদুল ইসলাম (৪২) ও রাজু (৩৫)। এদের মধ্যে মেহেদুল ইসলাম বিরামপুর শহরের কলেজবাজারে গরুর মাংস বিক্রি করে থাকেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
অনেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “নিজের এলাকার মানুষই যদি এমন করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত চুরির মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.