এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দুর্নীতি, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের পুনরায় দায়িত্বে ফিরতে না দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে দাবি করা হয়, দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ এবং ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-পরবর্তী প্রেক্ষাপটে বহু ইউপি চেয়ারম্যান ও মেম্বার আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখলবাজি, মিথ্যা মামলা দায়ের, নিরীহ জনতার ওপর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। এদের অনেকের বিরুদ্ধেই রয়েছে হত্যা মামলাও।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের ১,৪১৬ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বার দায়িত্ব থেকে বিচ্যুত বা পলাতক। এসব ইউনিয়নের মধ্যে সরকারের পক্ষ থেকে ৩৬৩টিতে প্রশাসক এবং ১,০৫৩টিতে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক ইউনিয়নে তা কার্যকর হয়নি। এর বিপরীতে অভিযুক্ত ও বিতর্কিত জনপ্রতিনিধিদের পুনরায় দায়িত্বে ফেরানোর জন্য কিছু মহল সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করা হয়।
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশরাফুল হাসান তপু বলেন, “যারা স্বৈরশাসনের দোসর ছিল, যারা জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের আবার ক্ষমতায় ফিরিয়ে আনা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।”
সাধারণ সম্পাদক কাজী রাজীউর রহমান তানভীর বলেন, “পলাতক ও অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের হাতে প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে হবে, যাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের পুনর্বহাল সংক্রান্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে হলে পলাতক ও অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.