Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ছাত্রদল নেতাদের বহিষ্কারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

‎পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

‎পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বোদা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

মিছিলে “জীবন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না”, “ইমন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না”, “অবৈধ বহিষ্কার মানি না মানবো না”, “অবৈধ বহিষ্কার বাতিল কর করতে হবে”, “চার নেতার পুনর্বাহাল করতে হবে করতে হবে” সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত রবিবার (৬ জুলাই) বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে কিছু লোক মারধর করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বক্তাদের দাবি, মারধরে জড়িতরা সবাই বয়স্ক ছিলেন এবং কোনো তরুণ বা ছাত্রদলের নেতাকর্মী সেখানে ছিল না। অথচ বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের চার ছাত্রদল নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করেছে। বক্তারা অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্বপদে পুনর্বহালের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কেন্দ্র একটি তদন্ত কমিটি গঠন করুক। যদি তদন্তে প্রমাণিত হয় বোদা উপজেলা ছাত্রদলের নেতারা দোষী, তাহলে তারা শাস্তির মুখোমুখি হবেন। কিন্তু যদি কোনো দোষ না করে থাকেন, তাহলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে বহিষ্কার করতে হবে। তারা অভিযোগ করেন, কোনো তদন্ত ছাড়াই এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের পুনর্বহাল করা না হয়, তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।