ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত দুই আসামি গিয়াসউদ্দিন ও রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে জেলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার দুটি চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, লালমোহনের চর কচুয়া থেকে রাসেল এবং বোরহানউদ্দিন উপজেলার চর লতিফ থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।
এদিকে, ধর্ষণের শিকার গৃহবধূকে সোমবার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়। মেডিকেল পরীক্ষা শেষে ভুক্তভোগী নারী ও তার ভাই সাংবাদিকদের কাছে পুরো ঘটনা বর্ণনা করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ জুন রাতে টয়লেটে যাওয়ার সময় গিয়াসউদ্দিন ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে এবং রাসেল মুঠোফোনে সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা ওই গৃহবধূকে হয়রানি করে আসছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূর ভাই বাদী হয়ে তজুমদ্দিন থানায় গিয়াসউদ্দিন ও রাসেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।