প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হ ত্যাকা ণ্ডের অভিযোগে গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রে প্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল (৪৯) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (৭ জুলাই) ঢাকার ডেমরা থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে গাজীপুর মহানগর গাছা থানায় হস্তান্তর করা হয়।
জুয়েল মণ্ডল গাজীপুর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর গাছা থানা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর বর্বর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সেই সময় থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, "ডিএমপি ডিবি পুলিশের একটি টিম দীর্ঘ নজরদারির পর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায়ও তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে।"
পুলিশ জানায়, তার বিরুদ্ধে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এই গ্রেপ্তারকে আন্দোলনকারীদের ওপর হামলার বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.