মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি
দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন মাত্রা—ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ।
রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার মনোনীত ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ৭০ দিন মেয়াদী এই কারিগরি প্রশিক্ষণে।
বুধবার (৯ জুলাই) দিনাজপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ নূরুজ্জামান, পিভিএম,জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মনজুরা খাতুন,সার্কেল অ্যাডজুটেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর। এছাড়াও প্রশিক্ষণের সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশে ও দেশের বাহিরে ওয়েল্ডিং খাতে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হয়ে উঠেছেন। আধুনিক শ্রমবাজারে এই ধরণের টেকনিক্যাল প্রশিক্ষণ তরুণ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আনসার বাহিনীর মহাপরিচালক মহোদয়ের বিশেষ উদ্যোগে চালু হওয়া এই প্রশিক্ষণ ভবিষ্যতেও আরও বিস্তৃতভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.