Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মাহিন টেলিকমে আ গু ন, ক্ষতি প্রায় ৪ লক্ষ টাকা

ঝিনাইদহ সংবাদদাতা
জুলাই ৯, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ‘মাহিন টেলিকম’-এ বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

দোকান মালিক মিলন জোয়ার্দার জানান,
“হঠাৎ করেই ভোরে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে গেছে—মোবাইল ফোন, সার্ভিসিং যন্ত্রপাতি, এক্সেসরিজ—সব ছাই হয়ে গেছে।”
তিনি ধারণা করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবরে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের প্রধান সঞ্জয় কুমার জানান,
“আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এবং এতে প্রায় ৪ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। ব্যবসায়ী মিলন জোয়ার্দার তার ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করলেও জানান, নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।