শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ায় কন্যা দায়গ্রস্ত এক অসহায় পিতার পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান।
৮ জুলাই (মঙ্গলবার) রাত ৯টার দিকে স্থানীয় নারায়ণ শীল নাড়ুর মেয়ে সুমিত্রা শীলের সঙ্গে গোয়ালন্দ বাজারের দাসপট্টি এলাকার বিকাশ দত্তের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খরচ বহনে হিমশিম খাচ্ছিলেন দরিদ্র পিতা নারায়ণ শীল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় যুবসমাজ এগিয়ে আসে এবং এলাকাবাসীর সহায়তায় কিছু নগদ অর্থ তুলে দেন কনের বাবার হাতে। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না।
পরিস্থিতি জানতে পেরে ইউএনও নাহিদুর রহমান দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিয়ের অনুষ্ঠানে নিজেও উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন। তার সঙ্গে যোগ দেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, যিনি কনেকে বিয়ের শাড়ি উপহার দেন।
বিয়েতে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া দেলোয়ারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
কনের বাবা নারায়ণ শীল বলেন, “আমি খুবই গরিব একজন মানুষ। ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি।”
স্থানীয় সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, “ইউএনও স্যারের এমন মানবিক ভূমিকা আমাদের এলাকাবাসীকে আবেগাপ্লুত করেছে। তিনি শুধু সাহায্য করেননি, নিজে উপস্থিত থেকে এক অসহায় পিতার পাশে দাঁড়িয়েছেন।”
এ বিষয়ে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, “উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে আছে। এই বিয়েতে অংশ নিতে পেরে আমি নিজেও আনন্দিত। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.