সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে অবস্হিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কোম্পানীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটির ও বেশী টাকার মালামাল উদ্ধার এবং সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। ৯ জুলাই বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
গত ৪ জুলাই দিবাগত গভীর রাতে মুখোশধারী অজ্ঞাত একদল ডাকাত ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্হিত কোম্পানীর গোডাউনে প্রবেশ করে গার্ডদের বেঁধে রেখে ১৫ টন অ্যালুমিনিয়াম এর বার ,১ টন কপার(তামা),ও আড়াই টন কপার ক্যাবল যার সর্বমোট মূল্য এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়টির মামলার সূত্র ধরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সিসি টিভির ফুটেজ,ও বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সাত জুলাই চট্রগ্রাম এর সীতাকুন্ড এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল সহ দুই ডাকাত ও পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকীদের আটক করে।
আটককৃতদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়।পরবর্তী আইনগত ব্যবস্হা চলমান রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.