হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া-কায়বা সড়ক দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায় বর্তমানে ভয়াবহ বেহাল দশায় পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় এসব গর্তে পানি জমে সড়কটি রীতিমতো মরণফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, সড়কটির বাগআঁচড়া বাজার থেকে কায়বা বিজিবি ক্যাম্প পর্যন্ত অংশজুড়ে খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলছে হেলেদুলে। কোথাও কোথাও চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
কায়বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদের বলেন, "ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।"
একই অভিযোগ করেন বাগআঁচড়া আফিলউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবু হুরায়রা, "সড়কের কারণে আমাদের পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে।"
ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, "সড়কে এত বড় গর্ত হয়েছে যে মনে হয় মাছ চাষ করা যাবে!"
ট্রাক, ইজিবাইক ও ভ্যানচালকদের অভিযোগ, প্রতিদিন গর্তে গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আয় রোজগার যা হয়, তা মেরামতে শেষ হয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভাঙা সড়কের কারণে মালবাহী যান আসতে চায় না, ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচ হচ্ছে।
বাগআঁচড়া-কায়বা সড়কটি দিয়ে প্রতিদিন কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করেন। রয়েছে অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫টি বাজার। রোগী, শিক্ষক-শিক্ষার্থী ও কৃষকের যাতায়াতে ব্যাপক ভোগান্তি হচ্ছে।
শার্শা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আরিফ উদ্দিন আহমেদ জানান, “২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রাথমিকভাবে ৪৩৫ মিটার দীর্ঘ ও ৫.৫ মিটার প্রস্থের একটি আরসিসি সড়ক নির্মাণ করা হবে। এরপর ধাপে ধাপে পুরো সড়কের উন্নয়ন হবে।”
স্থানীয়দের একটাই দাবি—এই সড়কটি দ্রুত সংস্কার করতে হবে। না হলে দুর্ঘটনা, শিক্ষার ব্যাঘাত, ব্যবসায়িক ক্ষতি ও চিকিৎসাসেবায় সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.