Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নলছিটি শহরে জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী

খালিদ হাসান,নলছিটি প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হাসান,নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল ও ভেন্ডার সড়ক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম জলাবদ্ধতার ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। অল্প বৃষ্টি হলেই এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রায় একশত পরিবারের জনজীবন হয়ে পড়েছে স্থবির।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পর ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে দাঁড়ায়। হাঁটাচলা করা তো দূরের কথা, পানি জমে যাওয়ায় রাস্তায় যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কুল, কলেজ ও অফিসগামী মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

ভেন্ডার পট্টি এলাকার বাসিন্দা সিরাজ বলেন, “আমাদের এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই পানি আটকে যায়, রাস্তা ডুবে যায়, চলাচল বন্ধ হয়ে পড়ে।”
গার্লস স্কুলের শিক্ষার্থী সোয়েব জানায়, “শহরের প্রাণকেন্দ্র এই এলাকাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় কষ্ট পাচ্ছে। কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

স্থানীয়রা আরও জানান, জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শিশু-বৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন। বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে নষ্ট হচ্ছে আসবাবপত্র ও পণ্যসামগ্রী।

এ বিষয়ে জানতে চাইলে নলছিটি পৌরসভার প্রশাসক মোঃ নজরুল ইসলাম বলেন, “নলছিটি শহরের পুরাতন খালটি দখলের কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আমরা খালটি উদ্ধার করে পানি নিষ্কাশন এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিচ্ছি।”

এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু করে গার্লস স্কুল–ভেন্ডার সড়কের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে প্রতিটি বর্ষায় জনদুর্ভোগ আরও বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।