মো. আলী আহ্সান রাজ, ময়মনসিংহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে তারা ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকাগামী বাইপাস এবং টাউনহলমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলতি বছরের ১৮ মে কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেন। তাদের অভিযোগ, প্রচলিত উচ্চশিক্ষা কাঠামোর চাপে পড়ে ধ্রুবজিৎ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
২০ মে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঈদের ছুটি শেষে ১৪ জুন কলেজ খুললেও শিক্ষার্থীরা পাঠদান ও পরীক্ষায় অংশ নিচ্ছেন না। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কলেজ প্রশাসনের কার্যক্রমও বন্ধ করে দেন তারা।
দাবি আদায়ের লক্ষ্যে ৫ জুলাই থেকে আন্দোলনের নতুন ধাপে শিক্ষার্থীরা বিআইটি গঠনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি শুরু করেন। তারই অংশ হিসেবে ৯ জুলাইয়ের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।