হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর মোড় থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্যমতে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি চার দিন ধরে মোড়ের একটি ওষুধের দোকানের সামনে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে আশ্রয়ের খোঁজে তিনি দোকানটির সামনে অবস্থান নিয়েছিলেন। এ সময় স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা মানবিক বিবেচনায় তাকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সহায়তা করলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
দোকানটির মালিক জানান, “গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ হয়ে এখানে পড়ে ছিলেন। আমরা খাবার দিতাম, সেবা করার চেষ্টা করেছি, কিন্তু দিন দিন আরও দুর্বল হয়ে পড়েন।”
মৃত্যুর পর এলাকাবাসীর উদ্যোগে মরদেহটি গোসল করানো হয়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. বকতিয়ার রহমান বলেন, “মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে প্রায়ই অসহায় ও ভবঘুরে লোকজন আশ্রয় নেন। তারা মনে করছেন, এমন দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা জরুরি।