Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় নবাগত ইউএনও দীপা রানী সরকারের সাথে সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল(তালা )সাতক্ষীরা
জুলাই ৯, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল(তালা )সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার-এর সঙ্গে স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ জুলাই ২০২৫) সকাল ১১টায় তালা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসক দীপা রানী সরকার। তিনি তালা উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের অগ্রাধিকার, করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানার ওসি শেখ শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন

এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক আকবার হোসেন, শামীম খান, কামরুজ্জামান মিঠু, এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক স. ম. ইসমাইল উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদেরমামুন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনেরা সভায় অংশগ্রহণ করেন।

নবাগত ইউএনও দীপা রানী সরকার তার বক্তব্যে বলেন, “তালার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা অপরিহার্য। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে আমরা একটি উন্নয়নমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে চাই।”

সভাটি স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারীরা ইউএনও-র নেতৃত্বে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।