মো.মিজানুর রহমান, কালকিনি প্রতিনিধি
মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া উন্নয়ন অনুদান ২ কোটি ৫০ লাখ টাকা এবং বিশেষ উন্নয়ন তহবিল ৪৪ কোটি ৬৩ লাখ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ব্যয়ের খাতে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতসহ বিভিন্ন খাতে মোট ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় পৌর প্রশাসক ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন সভায় সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান এবং উপসহকারী প্রকৌশলী মোঃ লিটন হোসেন ও হোসাইন শেখ।
পৌরসভা কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, এ বাজেটের মাধ্যমে পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা আরও একধাপ এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.