বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এর একদিন পরই টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। ক্যান্ডির পাল্লেকেল্লেতে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্রথম ম্যাচের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেখানে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন, টি-টোয়েন্টি সিরিজটি সহজ হবে না তাদের জন্য। দুই দলেরই প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে।
আসালঙ্কা বলেন, ‘আমি আশা করছি প্রতিযোগিতামূলক সিরিজ হবে। আমি আগেই যেমনটা বললাম, বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি আশা করি ভালো রকমের প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে।’
নিজেদের ফেভারিট ভাবছেন কি না? এমন প্রশ্নের উত্তরে আসালঙ্কা বলেন, ‘না, আমি এভাবে চিন্তা করি না। তারা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। আমাদের মত তারাও তরুণ দল। আমার মনে হয় না আমরা অনেক এগিয়ে আছি। আমাদের জন্য কঠিন সিরিজ হবে। (পিচ নিয়ে বলতে গেলে) পাল্লেকেলে, ক্যান্ডিতে যেমন পিচ হয় সেরকম পিচই মনে হচ্ছে দেখে। ১৮০ এর বেশি রান হবে বলে আশা করছি।’