বাংলা গানের জগতে একটি সুপরিচিত নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। এবার প্রথমবারের মতো তার সংগীতের যাত্রায় সঙ্গী হলেন তার বড় মেয়ে রোদেলা।
মূলত ‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলা দুজনকেই।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে দুজনেই।
ন্যান্সি কন্যা রোদেলা বলেন, ‘মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। মা নিজেই আমাকে অনুপ্রাণিত করেছেন, সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।’
সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, ‘ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব পছন্দ। রোদেলার কণ্ঠেও নিজস্বতা রয়েছে। টিম মিলে আমরা চেষ্টা করেছি এমন একটি গান দাঁড় করাতে, যা শ্রুতিমধুর ও আলাদা কিছু হয়ে উঠবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.