Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ৬৯.৪ মি.মি. বৃষ্টিপাত, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

এমদাদ খান ,মাদারীপুর জেলা প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

এমদাদ খান ,মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন শহরের সাধারণ মানুষ। পুরাণ বাজার, হামিদ আকন্দ সড়ক, ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভুইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়ক ও পাবলিক লাইব্রেরি রোডসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে অধিকাংশ দোকানপাটও বন্ধ ছিল। খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে, কারণ কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। অনেকেই প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার অভাব ও অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণের কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। তারা আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ড্রেন পরিস্কার বা জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এদিকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করে যাচ্ছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

প্রসঙ্গত, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভা বর্তমানে সাড়ে ১৪ বর্গকিলোমিটার আয়তনের একটি প্রথম শ্রেণির পৌরসভা। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদ ও বিভিন্ন খাতে প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আদায় করে এই পৌরসভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।