জুলফিকার বাবলু- মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বুধবার(৯ জুলাই) দুপুরে বালিজুড়ী- চরপাকেরদহ সড়কে কালার মোড় নামক স্থানে ইট বোঝাই ট্রলি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাইম নামের এক কিশোরের একটি পা বিচ্ছিন্ন হয়েছে।
দুর্ঘটনায় বাইসাইকেল চালকের অণ্ডকোষ ফেঁটে গেছে এবং ট্রলি চালক গুরুতর আহত হয়েছে। পা বিচ্ছিন্ন ট্রলির হেলপার নাইম (১৮) গুনারীতলা ইউনিয়নের বাকুরচর গ্রামের রাঙা মিয়ার ছেলে এবং ট্রলিচালক শিপন (১৭)একই গ্রামের সহিজ্জল মিয়ার ছেলে ও বাইসাইকেল চালক জাকিরুল ইসলাম (৩২) বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার হবি মণ্ডলের ছেলে।
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার বেলা দুইটার দিকে মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজার থেকে একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রলি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের দিক থেকে আসার সময় ট্রলিটি চরপাকেরদহ কালারবাড়ী মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমের বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জাকিরুল ইসলামের অণ্ডকোষ ফেঁটে যায় এবং শিপন গুরুতর আহত হন। এদের মধ্যে শিপনকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং নাইম ও জাকিরুলকে মাদারগঞ্জ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফার করা হয়। জাকিরুলের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
মাদারগঞ্জ মডেলর থানার উপ-পরিদর্শক (এস আই) কমল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও বাইসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.