মো: সাদ্দাম হোসেন- সিলেট প্রতিনিধি
সম্প্রতি সারা দেশে বিকাশ, নগদ ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রতারণা বৃদ্ধি পাওয়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম -সেবা মহানগর গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে তৎপরতা জোরদার করার নির্দেশ প্রদান করেন।
নির্দেশনা অনুযায়ী মহানগর গোয়েন্দা বিভাগ দ্রুত অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ০৮/০৭/২০২৫ খ্রিঃ প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে টাকা পাঠানোর সময় কৌশলে দোকানদারদের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে। পরবর্তীতে ওই পিন ব্যবহার করে ডিজিটাল ডিভাইস (মোবাইল ফোন) এর মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে নেয়। এরকম ঘটনায় ভুক্তভোগী সৌরভ রায় শুভ এবং মো সাইদুর রহমান জানান যে মদিনা মার্কেট ও শাহজালাল গেইটে তাদের দোকান হতে প্রতারক চক্র নগদ একাউন্টে থাকা যথাক্রমে ৩০,০০০/- ও ৪৯,০০০/- টাকা প্রতারণা করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় মহানগর গোয়েন্দা বিভাগ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে ০৯/০৭/২০২৫ খ্রিঃ, বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা ১। মোঃ ওসামন গনি (২১), পিতা-মোঃ হোসাইন, গ্রামঃ চিকনীপাড়া, ওয়ার্ড নং-০৫, ইউনিয়ন- কালারমারছড়া, থানাঃ মহেশখালী, জেলা- কক্সবাজার, ২। মোঃ ফরহাদ আহম্মদ (২২), পিতা- আলী আহম্মদ, গ্রামঃ সোনারপাড়া, ওয়ার্ড নং-৬, ইউনিয়ন-কালারমারছড়া, থানাঃ মহেশখালী, জেলা- কক্সবাজারদেরকে গ্রেফতার করেন ।গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে (ক) ০১টি স্যামসাং এনড্রয়েড মোবাইল ফোন, (খ) ০১টি ভিভো এনড্রয়েড মোবাইল ফোন, (গ) ০১টি অনার এনড্রয়েড মোবাইল ফোন, (ঘ) ০২টি বাটন ফোন, (ঙ) নগদ ৪০,৫৪০/-(চল্লিশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা এবং (চ) ১২টি মোবাইল ফোনের সিম উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.