বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ঝোলঝলি নত্তডাঙ্গী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
বালু মহাল ও বালু ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় তিনি বলেন, অবৈধভাবে পরিবেশ ধ্বংস করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও নদী রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কার্যক্রম চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।