Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির ফল : বাস্তব মূল্যায়নে কমতে পারে ‘এ প্লাস’

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশিত হবে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলে ১১টি বোর্ড এই ফলাফল একসাথে প্রকাশ করবে। ফল জানা যাবে অনলাইন, এসএমএস ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

এবার ফল প্রস্তুত হয়েছে পরীক্ষার পর দুই মাসেরও কম সময়ের মধ্যে। শিক্ষাবোর্ডগুলো জানিয়েছে, এবার ফল তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীর প্রকৃত উত্তরের ভিত্তিতে মূল্যায়নের ওপর। অতীতের মতো সহানুভূতির নম্বর বা অতিরিক্ত নম্বর না দিয়ে বাস্তবভিত্তিক মূল্যায়ন করা হয়েছে। ফলে এবারের ফলাফলে ‘এ প্লাস’ কিছুটা কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “আমরা বেশি জিপিএ-৫ নয়, বরং ভালো মানের শিক্ষার্থী তুলে আনার লক্ষ্যেই কাজ করেছি।”

শিক্ষাবিদরা মনে করছেন, সংখ্যার দিক থেকে শিক্ষাক্ষেত্রে সাফল্য থাকলেও গুণগত মান ছিল প্রশ্নবিদ্ধ। কারণ, অনেক ক্ষেত্রে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করছে, এমনকি মানসিক চাপে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে।

ফল দেখা যাবে যেভাবে:

পরীক্ষার্থীরা ফল জানতে পারবে নিচের উপায়ে:

  • অনলাইনে: www.educationboardresults.gov.bd
  • মোবাইলে: টাইপ করতে হবে SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
    (যেমন: SSC DHA 123456 2025)
  • প্রতিষ্ঠানভিত্তিক ফল: https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে EIIN নম্বর দিয়ে।
  • দাখিল পরীক্ষার্থীরা: www.bmeb.gov.bd অথবা SMS-এ Dakhil MAD <রোল নম্বর> 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

পুনঃনিরীক্ষার সুযোগ:

১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক নম্বর থেকে। প্রতি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আবেদন করতে মোবাইলে লিখতে হবে:
RSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <বিষয় কোড> পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

পরীক্ষায় অনুপস্থিতির শঙ্কাজনক চিত্র:

শিক্ষা বোর্ড পরিচালিত জরিপে দেখা গেছে, ফরম পূরণ করেও ৬,৩৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এর মধ্যে ৪২% অনুপস্থিতির কারণ ছিল বিয়ে, যাদের ৯৭% মেয়ে এবং বেশিরভাগই গ্রামীণ অঞ্চল থেকে।

ড. তৌহিদুল হক, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বলছেন, “মেয়েরা বড় হলেই বিয়ে দিতে হবে—এই মানসিকতা এখনও সমাজে বিদ্যমান। দিনমজুর পরিবারে মেয়েদের পড়ানো বিলাসিতা মনে করা হয়।”

জরিপ অনুযায়ী, অনুপস্থিতদের মধ্যে আরও অনেকে অসুস্থতা, প্রস্তুতির অভাব, গর্ভধারণ, কর্মস্থলে যোগদান, বিদেশে চলে যাওয়া এবং মৃত্যুজনিত কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি।

পরীক্ষার্থী সংখ্যা কমেছে:

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। গত বছর থেকে প্রায় এক লাখ পরীক্ষার্থী কমেছে।

আনুষ্ঠানিকতা ছাড়াই ফল প্রকাশ:

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে থাকছে না কোনো মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিকতা। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানিয়েছেন, ফল প্রকাশ হবে অনাড়ম্বরভাবে, শুধুমাত্র বোর্ডগুলোর নিজস্ব ব্যবস্থাপনায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।