Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

Link Copied!

মো.মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি ভরা বর্ষা মৌসুমেও নদী, খাল, বিল ও জলাশয়ে নেই কাঙ্ক্ষিত পানি। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় দেশীয় প্রজাতির মাছের সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। এতে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং দেশীয় মাছ হারিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে।

স্থানীয় বাজারে এখন যে সব মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর অধিকাংশই বিদেশি হাইব্রিড জাতের। লাভজনক ব্যবসার আশায় মৎস্যচাষিরা দিন দিন হাইব্রিড মাছ চাষের দিকে ঝুঁকছেন। ফলে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত রুই, কাতলা, পাঙ্গাস ইত্যাদিই বাজারে বেশি দেখা যাচ্ছে।

স্থানীয় মৎস্যচাষিরা যেমন—জাকির হোসেন, শ্রী উজ্জ্বল মালি, এমদাদুল হক বলেন, এক সময় উপজেলার জলাশয়গুলো মৎস্যজীবীরা ইজারা নিয়ে দেশীয় নানা জাতের মাছ চাষ করতেন। কিন্তু এখন বিত্তবানরা সেসব ইজারা নিয়ে শুধু লাভের আশায় বিদেশি জাতের মাছ চাষ করছেন। অন্যদিকে কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশকে জলাশয়ের পানি দূষিত হওয়ায় দেশি মাছ মরে যাচ্ছে।

তারা আরও জানান, বর্ষার শুরুতেই বেড়জাল ও কারেন্ট জাল দিয়ে মা মাছ নিধনের কারণে এবং পোনা ধরার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। বর্তমানে প্রায় অর্ধশতাধিক প্রজাতির দেশীয় মাছ হারিয়ে গেছে। এতে অনেক মৎস্যজীবী বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন।

কালাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এক সময় দেশের জলাশয়ে প্রায় ২৬০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। এখন এর মধ্যে প্রায় ১০০ প্রজাতি বিলুপ্ত বা বিলুপ্তির পথে। বিশেষ করে ভেটকি, পুঁটি, ফলি, টেংরা, বেলে, চেলা, বাইমসহ পুষ্টিগুণসম্পন্ন অনেক মাছ এখন আর সহজে দেখা যায় না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, “জলবায়ু পরিবর্তন, পানির অভাব, রাসায়নিক ব্যবহারে পানি দূষণ এবং নিষিদ্ধ উপায়ে মাছ ধরার কারণে দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং নিষিদ্ধ জাল ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “দেশীয় মাছ সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে, নয়তো ভবিষ্যতে নতুন প্রজন্ম এসব মাছ চিনবেই না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।