মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে সারাদিন ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে অনেকের সময় লেগেছে দ্বিগুণেরও বেশি।
সরেজমিনে দেখা গেছে, বারিউড়া থেকে শুরু হয়ে বিশ্বরোড হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত দীর্ঘ যানজট লেগে রয়েছে। বিশেষ করে বিশ্বরোড মোড়ের গোলচত্বর এলাকায় সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। অনেক চালক গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কায় গাড়ি থামিয়ে রাখছেন।
স্থানীয় বাসিন্দা বাহার মিয়া, ডা. সাধন পাল ও এরশাদ বক্স জানান, “প্রায় প্রতিদিনই এই রুটে যানজট লেগে থাকে। বিশ্বরোড মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও চার লেন প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত সড়ক সংস্কার না হলে এ দুর্ভোগ কমবে না।”
জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ গত ৪ বছর ধরে চলছে। কিন্তু ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান এফকন কোম্পানি কাজ দ্রুত এগিয়ে না নেওয়ায় রাস্তার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। নির্মাণাধীন এলাকাগুলো অবহেলায় পড়ে থাকায় সেখান দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, “টানা বৃষ্টির কারণে বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত প্রায় ১০.৫ কিমি সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। লোকাল বাসগুলো নিয়ম না মানায় সমস্যা আরও বেড়েছে। যানজটে পুলিশ সদস্যরাও কোনো মুভ করতে পারছেন না। চার লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে এ অবস্থার উন্নতি হবে না।”
এ অবস্থায় স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও চার লেন প্রকল্পের কাজের গতি বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.