যশোর প্রতিনিধি
এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। গত বছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি যশোর বোর্ড।
গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৯২.৩৩ শতাংশ এবং ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সেই হিসেবে, এ বছর পাসের হার কমেছে ১৮.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১ জন। বোর্ডের আওতাধীন ১০টি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা।
বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের ‘আইওয়াস’ এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় পাস করেছে।
ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলেও জানান তিনি।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুইটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।