বগুড়া প্রতিনিধি
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিবছরের ন্যায় এবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এসএসসির ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১০১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৯৯ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৮.০২ শতাংশ। শিক্ষার্থীদের মধ্যে ৩৪ জন এ-প্লাস, ৪৩ জন এ গ্রেড, ১৭ জন এ মাইনাস এবং ৪ জন বি গ্রেড অর্জন করেছে।
বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি মিস অর্পণা প্রামাণিক বলেন, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা যুগোপযোগী শিক্ষাদানের ক্ষেত্রে যথেষ্ট সুনাম ও বিশ্বস্ততার স্বাক্ষর রেখেছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সততা, সময়নিষ্ঠা, শৃখলাবোধ, নৈতিকতা, মানবিকতায় উদ্ধুদ্ধ করা হয়। শিক্ষার্থীদের প্রতিভাকে পূর্ণ বিকাশিত করার পাশাপাশি তাদের মেধা প্রজ্ঞাকে প্রগতিশীল করে শিক্ষায় সাবলীল করাই এ শিক্ষাঙ্গনের প্রয়াস।
বগুড়া ওয়াইএমসিএ এর অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, এসএসসি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ভবিষ্যতে আরো উজ্জ্বল করবে। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফসলই হচ্ছে এ সাফল্য। ভালো ফলাফলের পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়তে শিক্ষার্থীদের মাঝে শিষ্টাচার, নৈতিকতাবোধ, শ্রদ্ধাবোধসহ মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়তে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সুনাম ধরে রাখতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।