নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত নড়াইলের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে কুকুরের কামড়ে আহত হন ইমরান হাসান (৪০), তানভির রহমান (৮) ও সামিউল ইসলাম (৮)। পরে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় আরও সাতজন কুকুরের আক্রমণের শিকার হন। তারা হলেন—আবু রায়হান (৫), লাইজু বেগম (২২), জেলেখা বেগম (৫০), ইমন মোল্যা (১৬), চঞ্চল মোল্যা (৩২), রাবেয়া হাসান (৫) এবং রেশমা বেগম (৪০)।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, দুপুর থেকে বিকালের মধ্যে পাগলা কুকুরের কামড়ে আহত একাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের দাবি, এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে গেছে। তারা দ্রুত এসব কুকুর ধরে ফেলার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.