কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি
ঢাকার কবি নজরুল সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার নানান অসংগতি ও দীর্ঘসূত্রতা দূর করার দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর চার দফা দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে কলেজ চত্বরে একদল শিক্ষার্থী এই স্মারকলিপি অধ্যক্ষের কাছে হস্তান্তর করে। তারা বলেন, বর্তমানে সাত কলেজের অধিভুক্ত ব্যবস্থায় বিভিন্ন সমস্যা ও অনিশ্চয়তা শিক্ষার্থীদের মানসিকভাবে চাপে ফেলেছে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনকে প্রশ্নবিদ্ধ করছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা চারটি মূল দাবি তুলে ধরেন:
১. ইয়ার ফাইনাল পরীক্ষা অবশ্যই নিজ নিজ কলেজ ক্যাম্পাসে নেওয়া।
২. প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্ব বিভাগীয় শিক্ষকদের উপর ন্যস্ত করা।
৩. পরীক্ষা শেষের দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করা।
৪. নন-প্রমোটেড শিক্ষার্থীদের জন্য রিটেক পরীক্ষার ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা আরও বলেন, এসব দাবির বাস্তবায়ন শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, শৃঙ্খলা এবং গতি ফিরিয়ে আনবে। তারা আশা প্রকাশ করেন, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক এবং কলেজ প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
স্মারকলিপি প্রদানকারী এক শিক্ষার্থী মোছা. কাবা কাকলি বলেন, “আমরা চাই একটি বাস্তবসম্মত, মানসম্মত ও নির্ভরযোগ্য শিক্ষাব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে।”
উল্লেখ্য, সাত কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়ে আসছেন। এই প্রেক্ষাপটেই তাদের চার দফা দাবির স্মারকলিপি নতুন করে আলোচনায় এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.