আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের "রাইট টু গ্রো" প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শপিকুল ইসলাম, ডা. এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, সরকারিভাবে ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে উপজেলার সকল মানুষের জন্য পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। বক্তারা বলেন, খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য গ্রহণ, শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরোক্ষ ও প্রত্যক্ষভাবে পুষ্টি বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে।
এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চলমান পুষ্টি কার্যক্রমের জন্য বাজেটে বরাদ্দ রাখায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। একইসাথে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং ও মাঠপর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.