নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের দক্ষিণ ধীরাশ্রম এলাকায় পারিবারিক কলহের জেরে মোস্তফা কামাল নামের এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে স্ত্রী সালমা খাতুন (৩০) কে নির্মমভাবে হত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত সালমা খাতুন দক্ষিণ ধীরাশ্রম এলাকার বাসিন্দা এবং ঘাতক মোস্তফা কামালের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরের মধ্যে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মোস্তফা কামাল ধারালো দা দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত মোস্তফাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।