নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
টঙ্গীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ বরিশালের হায়াতসার গ্রামের বাসিন্দা এবং টঙ্গীর ব্লু ফ্যাশন গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ফ্লাইওভারে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মাহফুজের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের পেছনে আঘাত করে পালিয়ে যায়। পরে দায়িত্বে থাকা ডিএমপির সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা।
ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই মোজাম্মেল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাহফুজের সঙ্গে থাকা ব্যাগটি উদ্ধার করা হলেও এটি ছিনতাই না অন্য কোনো উদ্দেশ্যে হামলা ছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, টঙ্গীর ফ্লাইওভারে একের পর এক ছিনতাই ও খুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নির্মাণাধীন এই ফ্লাইওভারের বেশিরভাগ স্থানে সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশের উপস্থিতি না থাকায় এটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
নিহতের ঘটনায় শোক জানিয়ে স্থানীয়রা দ্রুত সেখানে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি, পুলিশ বক্স এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না করা হলে ফ্লাইওভারটি আরও ভয়ংকর রূপ নিতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.