নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
টঙ্গীতে পরিবেশবিধ্বংসী অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার টঙ্গীর বড়দেওড়া ও আউচপাড়া এলাকায় পরিচালিত অভিযানে প্রায় তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনীসহ পরিবেশ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন ও ডেসকোর প্রতিনিধিরা অংশ নেন।
বড়দেওড়ার “মায়ের দোয়া প্লাস্টিক” ও আউচপাড়ার “মারফত এন্টারপ্রাইজ” নামের দুটি কারখানায় অভিযান চালিয়ে পলিথিন জব্দ করা হলেও অভিযানের খবর পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বড়দেওড়ার সিংবাড়ী রোডে অবস্থিত “আল আরাফ” নামক একটি সুতার কারখানায় ইটিপি না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও মামলা করার সুপারিশ করা হয়েছে।
অভিযানে প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডেসকোর পক্ষ থেকে মিটার জব্দ করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।