নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের নামে মিথ্যা মামলা, মাদক দিয়ে ফাঁসানো এবং চাঁদাবাজির অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় ভুক্তভোগীরা। অভিযুক্তরা হলেন- কোহিনুর বেগম ও তার ছেলে আশিক।
এর আগে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মুক্তারবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। তারা থানার সামনে এসে বিভিন্ন স্লোগানে অভিযুক্তদের বিচার দাবি করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে কোহিনুর বেগম নিজেকে বিএনপির নেত্রী পরিচয় দিয়ে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, রিকশাচালক ও শ্রমজীবীদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। কেউ চাঁদা না দিলে মাদক দিয়ে ফাঁসানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা ইমারত শ্রমিক নেতা তাইজুদ্দিন, স্থানীয় বাসিন্দা মাহতাব উদ্দিন, রিকশাচালক আলমগীর, মুন্না খান, গার্মেন্টস শ্রমিক কমলা বেগম, ও পোশাক শ্রমিক হাবিবসহ অনেকেই। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোহিনুর বেগম নিজেকে বিএনপির মহিলা নেত্রী দাবি করে বলেন, “পূর্ব শত্রুতার জেরে বিএনপিরই একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আমার সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। আমি আইনি সহায়তা চাই।”
এ সময় উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি ভুক্তভোগীদের অভিযোগ শুনে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এবং সমাবেশকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করেন।
এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.