Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের সম্পদের বিবরণী চেয়ে শাজাহান খানের দরজায় দুদকের নোটিশ

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের হিসাব চেয়ে তার বাসভবনের দরজায় নোটিশ টানিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসায় গিয়ে এই নোটিশ টানানো হয়। এ সময় দুদকের সঙ্গে স্থানীয় ব্যক্তি ও থানা পুলিশের উপস্থিতিতে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

 

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐশী খান বিপুল সম্পদের মালিক হয়েছেন—এমন একটি অভিযোগ দুদকের প্রধান কার্যালয়ে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হলেও তিনি নির্ধারিত সময়ে তা করেননি।

 

এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের উপপরিচালক জুয়েল আহম্মেদের নেতৃত্বে একটি টিম মাদারীপুরে এসে শাজাহান খানের বাসভবনে নোটিশ টানিয়ে দেয়।

 

নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে তার স্থাবর ও অস্থাবর সকল সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

 

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, “অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত চলছে। সম্পদের সঠিক উৎস ব্যাখ্যা না করতে পারলে ঐশী খানের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় মাদারীপুর জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় বইছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।