Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে টেস্ট বাণিজ্যের অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
জুলাই ১০, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে সরকারি দায়িত্বের আড়ালে টেস্ট বাণিজ্যে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, চিকিৎসা নয়, বরং কমিশন প্রাপ্তি নিশ্চিত করতেই ব্যস্ত থাকেন তিনি।

 

স্থানীয় পিঙ্গলাকাঠী গ্রামের শাহাদাৎ মৃধার অভিযোগ, টাইফয়েডে আক্রান্ত তার মামিকে নিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. মনিরুজ্জামান প্রেসক্রিপশনে সরকারি ল্যাবের কোনো উল্লেখ না করে সাংকেতিকভাবে ‘৭ নম্বর’ লিখে দেন। পরে এক অচেনা ব্যক্তি প্রেসক্রিপশনটি নিয়ে মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়, যা থেকে স্পষ্ট হয় ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে যোগসাজশ রয়েছে।

 

শাহাদাৎ মৃধা আরও বলেন, রিপোর্ট দেখাতে গেলে ডা. মনিরুজ্জামান রিপোর্টের চেয়ে ক্যাশ মেমোতেই বেশি মনোযোগ দেন এবং সেটি নিজেই রেখে দেন। এ সময় অন্য এক নারী রোগী ভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করানোয় চিকিৎসকের রোষানলে পড়েন। ক্ষুব্ধ ডা. মনিরুজ্জামান সেন্টারের মালিককে ফোন করে অকথ্য ভাষায় হুমকি দেন এবং রিসেপশন কর্মীকে লাথি মেরে বের করে দেওয়ার নির্দেশ দেন।

 

এ ঘটনায় রোগীর স্বজন হোমায়েত ফকির, ছালমা বেগমসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “চিকিৎসার বদলে কমিশনের খোঁজ করেন ডাক্তার সাহেব।” তারা আরও দাবি করেন, ডা. মনিরুজ্জামান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডা. মনিরুজ্জামান ফোনে বলেন, “টেস্ট বাণিজ্য শুধু গৌরনদীতে হয়? অন্য কোথাও হয় না?”এই মন্তব্যে তার দায় এড়ানোর প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।

 

এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন,“সামাজিক মাধ্যমে অভিযোগ দেখে বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

বরিশালের সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী বলেন,“আমি বিষয়টি সম্পর্কে অবগত। দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, সেবা প্রত্যাশীরা প্রশ্ন তুলছেন—একজন সরকারি চিকিৎসক যখন নিজেই কমিশন বাণিজ্যে জড়িত হন, তখন সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার কোথায় দাঁড়ায়?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।