মাসুদ রানা, খানসামা (দিনাজপুর)
দিনাজপুরের খানসামা উপজেলায় জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট আদর্শগ্রাম এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জরিনা বেগম কৃষক নাজির উদ্দিনের স্ত্রী এবং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জরিনা বেগমের ঝুলন্ত মরদেহ ঘরের সরে ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে খানসামা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। তারা বলেন, দীর্ঘদিন ধরে জরিনা পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার দিন সকালে স্বামী নাজির উদ্দিনের সঙ্গে তার ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরেই ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে নাজির উদ্দিন পলাতক রয়েছেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।