Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর 
জুলাই ১০, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর 

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

 

‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেক, থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।

 

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন নারী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা, ১৫ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং ১০ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

এই উদ্যোগের ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।