Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এসএসসিতে সাফল্যের ধারা অব্যাহত, নামিদামি স্কুলগুলোতে উজ্জ্বল ফলাফল

যশোর প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোরের নামিদামি স্কুলগুলো তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। অধিকাংশ বিদ্যালয়ে পাসের হার প্রায় শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। ফলে সন্তুষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল।

 

যশোর জিলা স্কুল থেকে ২৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৬১ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন। পাসের হার ৯৯ শতাংশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন জানান, ভবিষ্যতে শতভাগ পাস ও জিপিএ-৫ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

সরকারি বালিকা বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ২৫৩ জন শিক্ষার্থী, এর মধ্যে একজন অনুপস্থিত থাকায় ২৫০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ শতাংশ এবং ১৪৭ জন পেয়েছে জিপিএ-৫। প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজে ১৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং সবাই পাস করে। শতভাগ পাসের পাশাপাশি ৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বলে জানান অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান।

 

পুলিশ লাইন হাইস্কুলে ৯৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, এর মধ্যে ৮৬ জন পেয়েছে জিপিএ-৫। প্রধান শিক্ষক মনোতোষ নন্দী জানান, ভবিষ্যতে আরও ভালো ফলাফলের লক্ষ্য রয়েছে।

 

নিউটাউন গার্লস স্কুলে ৬৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন, এ গ্রেডে উত্তীর্ণ ৩২ জন। প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

যশোর কালেক্টরেট স্কুলে ১০১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, যার মধ্যে ৪৪ জন জিপিএ-৫ অর্জন করেছে।

 

মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলে ১০০ জনের মধ্যে ৯৮ জন পাস করেছে এবং ৩২ জন জিপিএ-৫ পেয়েছে।

 

সকল প্রতিষ্ঠান প্রধানই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যতে আরও ভালো ফলাফলের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।