মো.এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মোহাম্মদ মাহফুজুল হকের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকায় বেফাকের আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, “দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা এমন একটি যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানবিক গুণাবলী ও ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ মানুষ তৈরি হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে কোরআনের আলো ও বিজ্ঞানের জ্ঞান দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পবিত্র কোরআনই বিজ্ঞানের মূল মন্ত্র এবং জীবন গঠনের সঠিক আদর্শ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় পঞ্চগড়ে উন্নতমানের দাওরায়ে হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা অন্যতম লক্ষ্য।”
পথসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বেফাক মহাসচিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেফাকের কেন্দ্রীয় নেতা আবু ইউসুফ, পঞ্চগড় জেলা সেক্রেটারি এম এজাজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মীর মোরশেদ তুহিন, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মোশারফ হোসেন এবং পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রমুখ।