বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির গঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা ওই কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বোতরা বাজারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল সিকদার, সহ-সভাপতি দুলাল মৃধা, আব্দুল মন্নান খান, সুলতান চৌকিদার, সাবেক যুগ্ম সম্পাদক জাকির মৃধা, যুব বিষয়ক সম্পাদক কাজী মো. নুরুল আমিন, সদস্য আবদুল্লাহ আল হাদী, নয়ন হাওলাদার, হালিম মৃধাসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত ৯ জুলাই বুধবার রাতে সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে গোপনে বসে কোনো কাউন্সিল ছাড়াই শিপন মৃধাকে সভাপতি ও বাদল মেকারকে সাধারণ সম্পাদক করে একতরফাভাবে ২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি গঠনে নেতাকর্মীদের মতামত নেওয়া হয়নি এবং দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে।
তারা আরও বলেন, ১৮ মে ছিল ওয়ার্ড বিএনপির পূর্বনির্ধারিত কাউন্সিলের তারিখ। অথচ কাউন্সিলে অনুপস্থিত থাকা একজনকে সভাপতি বানিয়ে দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, জিয়াউল আহসান জুয়েল সিকদারের নেতৃত্বাধীন একটি চক্র দলের ভেতর গোপনে স্বজনপ্রীতির মাধ্যমে এমন কমিটি করে সংগঠনকে বিতর্কিত করছে।
পদবঞ্চিত নেতাকর্মীরা দ্রুত এই ‘পকেট কমিটি’ বাতিল করে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.