শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বহুল প্রতীক্ষিত চিতলমারী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। দীর্ঘদিন পর আয়োজিত এ সম্মেলন ঘিরে উপজেলা জুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ। নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সম্মেলনকে কেন্দ্র করে গোটা উপজেলা সেজেছে নতুন সাজে। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক ও বাজার এলাকা। একদিকে যেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে প্রার্থীরা কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।
এই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — এই তিনটি গুরুত্বপূর্ণ পদে সরাসরি ভোটে নতুন নেতৃত্ব বেছে নেবেন তৃণমূলের ৪৯৭ জন কাউন্সিলর।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহ।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন যুগ্ম আহ্বায়ক শরিফুর হাসান অপু ও মো. শিপন মুন্সি। সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, রেজাউল সেখ, শিব্বির আহম্মেদ শিবলু, কামরুজ্জামান স্বাধীন ও নুর ইসলাম শেখ।