Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল, বিষণ্নতায় শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
জুলাই ১০, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বিষণ্নতায় ভুগে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে মীম ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, মীম ইসলাম ফেল করেছে। পরে নিজ ঘরে বিষপান করে সে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

 

মীম ইসলাম কাজল খান মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। তার বয়স মাত্র ১৬ বছর। সহপাঠীদের দাবি, পরীক্ষায় ফেল করায় হতাশ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

 

এ বিষয়ে বাবুগঞ্জ থানা পুলিশের ওসি বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষক ও অভিভাবক মহল বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছেন।

 

মানসিক চাপে নয়, সাহসিকতায় ভবিষ্যতের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।